সৌদি আরবে হামলার হুমকি আইএসের

সৌদি আরবে হামলার হুমকি আইএসের 1আন্তর্জাতিক ডেস্ক : ইরানে হামলার দায় স্বীকার করার পর এবার সৌদি আরবে হামলার হুমকি দিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের ওপর নজরদারিকারী যুক্তরাষ্ট্রভিত্তিক গোয়েন্দা গ্রুপ সাইট ইন্টেলিজেন্স এ তথ্য জানিয়েছে।

ইরানের রাজধানী তেহরানে পার্লামেন্ট ও আয়াতুল্লাহ খোমেনির মাজারে বুধবার বন্দুক ও আত্মঘাতী হামলায় ১৭ জন নিহত ও অনেক মানুষ আহত হন। এই দুই হামলার দায় স্বীকার করে আইএস। এ ছাড়া শিয়া অধ্যুষিত ইরানে আরো হামলা চালানোর হুমকি দিয়েছে এই জঙ্গিগোষ্ঠীটি।

তেহরান হামলার আগে ধারণ করা আইএসের এক ভিডিও প্রকাশ করেছে সাইট ইন্টেলিজেন্সের ওয়েবসাইট। এতে মুখোশধারী আইএসের পাঁচ সন্ত্রাসীকে ইরানের শিয়াদের বিরুদ্ধে হুমকি দিতে দেখা যায়। তারা সৌদি আরবকেও হুমকি দেয়- এরপর তোমাদের পালা আসছে।

সৌদি সরকারের প্রতি এক বার্তায় এক মুখোশধারী বলেন, ‘জেনে রাখো, ইরানের পর তোমাদের পালা আসছে। আল্লাহর কসম, তোমাদের দেশেই তোমাদের ওপর হামলা করব। আমরা কারো হুকুমের গোলাম নই। আমরা আল্লাহ ও তার প্রেরিত নবীকে মানি। ইরান বা আরব উপদ্বীপের জন্য নয়, আমরা যুদ্ধ করছি ধর্মের জন্য।’

সিরিয়া ও ইরাকের বেশ কিছু অঞ্চল দখলকারী আইএস এরই মধ্যে সৌদি আরবে কয়েকটি হামলার দায় স্বীকার করেছে এবং সৌদি সাম্রাজ্যে শিয়াদের ওপর হামলার অঙ্গীকার করেছে।

এদিকে, ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, তেহরানে হামলকারীদের মধ্যে পাঁচজন আইএসের নিয়োগকৃত ইরানি নাগরিক। তবে ইরানের শক্তিশালী বিপ্লবী রক্ষী বাহিনী এ হামলার জন্য আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরবকে দায়ী করেছে। তবে সুন্নিপন্থি সৌদি আরব অভিযোগ অস্বীকার করেছে।

আইএস এমন সময় সৌদি আরবে হামলার হুমকি দিল যখন কাতারের সঙ্গে সৌদি আরবসহ কয়েকটি দেশ সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়ায় চরম কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। কাতারের বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়ন ও সহায়তার অভিযোগ এনে দেশটির সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছে সৌদি আরব, বাহরাইন, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং তাদের কয়েকটি মিত্র দেশ।

শুক্রবার যুক্তরাষ্ট্র সরকার সৌদি আরবে থাকা তাদের নাগরিকদের সন্ত্রাসী হামলার ঝুঁকির বিষয়ে হুঁশিয়ার করেছে। সন্ত্রাসী হামলা হতে পারে- এমন সব স্থান এড়িয়ে চলতে বলা হয়েছে। তবে আইএসের এ হুমকির বিষয়ে সৌদি আরব এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!