কক্সবাজারে বাসে করে ইয়াবা পাচার, চালকসহ আটক ৪

কক্সবাজারের লিংকরোড এলাকা থেকে শ্যামলী পরিবহনের একটি বাস তল্লাশিকালে ইয়াবাসহ চার পাচারকারীকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়। ২৯ এপ্রিল দুপুরে লিংকরোডের মেরিন সিটির সামনে থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন চাঁদপুরের কচুয়া থানার দূর্গাপুরের রমিজ উদ্দিনের ছেলে ও বাসের চালক মো. হারুন (৩৫), মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার গোপালপুরের ফুল মিয়ার ছেলে ও বাসের হেলপার মো. হানিফ (২০), কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকসা এলাকার হোসেন আহমদের ছেলে মাহমুদুল হক (৩৮) ও খুলনার রূপসা থানার দেয়াড়া এলাকার মো. লতিফ শেখের ছেলে মো. হেলাল (২৫)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তথ্যের ভিত্তিতে বাস তল্লাশিকালে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে। এসময় বাসটিও জব্দ করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!