বায়েজিদে চসিক ম্যাজিস্ট্রেটের ওপর সন্ত্রাসী হামলা

পাঁচটি গাড়ি ভাঙচুর, আহত ২

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানাধীন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে চিহ্নিত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার। সন্ত্রাসীরা এ সময় করপোরেশনের পাঁচটি গাড়ি ভাঙচুর করেছে। তাদের হামলায় গাড়ি চালক ও পুলিশ সদস্যসহ দুইজন আহত হয়েছে। হামলাকারীদের মধ্য থেকে ছয়জনকে জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

জানা যায়, সোমবার (১৩ মে) বিকাল সোয়া তিনটার দিকে বাংলাবাজার এলাকায় বিএসআরএমের সামনের সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যান চসিকের ভ্রাম্যমাণ আদালত। কয়েকটি স্থাপনা উচ্ছেদের পর সন্ত্রাসীরা ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ আদালতের লোকজনের উপর লাঠি ও বাঁশ নিয়ে হামলা করে। হামলায় পিছু হটে যান ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার। পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের ফোন পেয়ে দুই নম্বর জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু ঘটনাস্থলে উপস্থিত হন।

শাহেদ ইকবাল বাবু চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বাংলাবাজার বিএসআরএমের সামনে সাড়কে ১০০-১৫০টি অবৈধ দোকান আছে। পানি জসিম নামে এক সন্ত্রাসী দোকান প্রতি ১৫ থেকে ২০ হাজার টাকা ভাড়া আদায় করেন। সোমবার ম্যাজিস্ট্রেট এসব অবৈধ দোকান উচ্ছেদ করতে এলে জসিমের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা করে। তারা ম্যাজিস্ট্রেটের গাড়িসহ পাঁচটি গাড়ি ভাঙচুর করেছে। হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এছাড়া সিটি করপোরেশনের দুই জন কর্মচারীও আহত হয়েছে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিক আখতার বলেন, ‘বাংলাবাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করার সময় হঠাৎ করে দখলদাররা হামলা করে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে প্রতিবারই বাধার সম্মুখীন হতে হয়। এবার একটু বড় আকারে হামলা হয়েছে। সিসিটিভি ক্যামেরা থেকে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। হামলার সময় ছয়জনকে আটকপূর্বক তিনজনকে তাৎক্ষণিক কারাদণ্ড দেওয়া হয়েছে।’

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘বাংলাবাজার এলাকায় সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট রাস্তার অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে এসেছিলেন। ব্যাপারটা আমরা জানতাম না। অবৈধ দখলদার কর্তৃক হামলা হলে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ম্যাজিস্ট্রেট। বাকি তিনজনের বিরুদ্ধে আমরা মামলা করবো।’

এমএ/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!