৭ বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ২২ বছর

কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা বাদশা মিয়া। এক মামলায় তার সাত বছর সাজা হয়। সেই সাজা থেকে বাঁচতে তিনি পালিয়ে ছিলেন ২২ বছর। কিন্তু শেষ রক্ষা হয়নি, ধরা পড়েন র্যা বের হাতে।

শুক্রবার (১৬ মার্চ) রাতে উপজেলার খুটাখালীর গর্জনতলী থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৫ কক্সবাজারের একটি আভিযানিক দল।

বাদশা মিয়া (৫০) চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকার মো.হোসেনের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, ২০০২ সালের ২৯ মে চকরিয়া থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলার পর থেকে আসামি বাদশা মিয়া পলাতক হয়ে যান। পলাতক থাক অবস্থায় আদালত বাদশা মিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন।

গত শুক্রবার রাতে গর্জনতলীর নিজ বাড়ি থেকে র‌্যাব-১৫ কক্সবাজারের একটি আভিযানিক দল বাদশা মিয়াকে গ্রেপ্তার করে। শনিবার দুপুরে তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়।

চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) রাজিব সরকার বাদশা মিয়াকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন। তিনি বলেন, র‌্যাব-১৫ কর্তৃক সাত বছরের সাজাপ্রাপ্ত বাদশা মিয়াকে থানায় হস্তান্তর করেছে। বিকালে থাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!