৩০ কোটি টাকার গাঁজা ধ্বংস, দুর্গম পাহাড়ের তিন একর জায়গায় হচ্ছিল চাষ

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় সাড়ে তিন একর জায়গায় চাষ করা ৩ হাজার ২৫টি গাঁজার গাছ ধ্বংস করেছে পুলিশ। এসব জব্দ করা গাঁজার গাছের ওজন ৩০ হাজার ২৫০ কেজি। যার আনুমানিক বাজার মূল্য ৩০ কোটি ২৫ লাখ টাকা।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) জেলার গুইমারার ১ নম্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লোকালয় থেকে প্রায় ১৫ কিমি দূরে চৌধুরীপাড়ায় এই অভিযান চালানো হয়। টানা সাত ঘণ্টার অভিযানে এসব গাঁজা ধ্বংস করে গুইমারা থানা পুলিশ।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় এবং পুলিশ সুপারের দক্ষ নেতৃত্বে জেলা পুুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে একযোগে কাজ করে যাচ্ছে।

পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদুল আলমেরর উপস্থিতিতে জব্দ করা গাঁজার ১৫ কেজির নমুনা আলামত হিসেবে সংরক্ষণ করা হয়। পরে বাকিগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

এই ঘটনায় আইন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে গুইমারা থানা পুলিশ।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!