২৪ ঘন্টায় ট্রাফিক আইন ভঙ্গে ৫৮২টি মামলা : ৫৪ আসামী গ্রেফতার

প্রতিদিন রিপোর্ট :

চট্টগ্রাম মহানগর এলাকায় রবিবার সকাল ৬ টা থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘন্টায় মহানগর এলাকায় ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে ৫৮২টি মামলা রুজু করে ট্রাফিক বিভাগ। এর মধ্যে সিএনজি সংক্রান্ত মামলার সংখ্যা ২৪০টি।

14322636_1837301369819122_9210354357105028204_n

 

 

 

বিগত ২৪ ঘন্টায় কাগজপত্র বিহীন গাড়ী আটক ৮৯টি, এরমধ্যে সিএনজি আটক ৯টি। এছাড়া ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে চার লক্ষ উনচল্লিশ হাজার ৭শত টাকা জরিমানা আদায় করে ট্রাফিক বিভাগ।

 

 

 

অন্যদিকে রবিবার সকাল ৬ টা থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘন্টায় সিএমপির বিশেষ অভিযানে ৩ জন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার হয় ৫৪ জন আসামী। এর মধ্যে জিআর ৬ জন ও সিআর মামলায় ১০ জনকে গ্রেফতার করে নগর পুলিশ।
14354880_1837301389819120_6099581288187606867_n

 

বিশেষ অভিযান পরিচালনা কালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক উদ্ধার করা হয় ৬ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ লিটার মদ ও ৫০০ গ্রাম গাঁজা।

 

 

এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৬টি মামলা রুজু হয়। এছাড়াও ডবলমুরিং থানা পুলিশ ০১টি বাস উদ্ধার করে।

 

নগর পুলিশ সদরদফতরের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

রিপোর্ট : মোর্শেদ রনি

এ এস / জি এম এম / আর এস পি/ এম আর :

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!