১৩ লক্ষ টাকার গাজা ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ফেনী থেকে চট্টগ্রাম বিক্রির জন্য আনা ১২ কেজি গাজা ও ১০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

চট্টগ্রামের অলংকার মোড়ের বিশেষ চেকপোস্টে ১২ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের মাদকের চালানসহ এই ব্যবসায়ীকে আটক করে র‍্যাব।

আটক মাদক ব্যবসায়ীর নাম আলী হোসেন সুজন (৩৪)। তিনি ফেনী জেলার সোনাগাজি থানার আনন্দিপুর এলাকার দেলোয়ার হোসেনের সন্তান।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, ফেনী থেকে মাদক নিয়ে আসার সময় সোমবার (১৭ জানুয়ারি) তাকে আটক করা হয়। যাত্রীবাহী বাসে ফেনী থেকে একজন বিপুল পরিমান মাদক নিয়ে চট্টগ্রাম শহরে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় আসামী সুজনকে আটক করে র‍্যাব। এসময় গাড়িতে থাকা একটি বস্তা থেকে ১০০ বোতল ফেনসিডিল ও ১২ কেজি গাজা উদ্ধার করা হয়।

আসামী সুজন সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে মাদক কিনে তা চট্টগ্রাম, কুমিল্লাসহ আশেপাশের শহরগুলোতে বিক্রি করত। তাকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়।

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!