হালদাপাড়ের ৭০ জেলে পরিবার পেল ‘ভালোবাসার থলে’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে সারাবছর অভিযান চললেও থেমে নেই মাছ শিকার। গত এক বছরে ২৫টি ডলফিনসহ বেশকিছু মা মাছ শিকার করেছে হালদাপাড়ের মানুষ। এসব মাছ শিকার বন্ধে ও জেলেদের সচেতন করতে এবার হালদাপাড়ের ৭০টি জেলে পরিবারের হাতে ‘ভালোবাসার থলে’ তুলে দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (৪ জুন) দুপুরে জেলেদের হাতে এসব উপহারসামগ্রী তুলে দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন।

এ সময় তিনি বলেন, উপজেলা প্রশাসন, অন্যদের প্রচেষআ ও করোনাকালে দূষণ কমে যাওয়ায় হালদায় বিগত দশ বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি ডিম আহরণ করা হয়েছে। এভাবে যদি আমরা সচেতন হই, তাহলে প্রতিবছর ডিম আহরণ বৃদ্ধি ও ডলফিন রক্ষাসহ হালদা দূষণ কমে আসবে। মা মাছ ও ডলফিন রক্ষায় আমরা যতই তৎপর হই না কেন হালদাপাড়ের মানুষেরা যদি সচেতন না হয় তাহলে কখনো তা রোধ করা সম্ভব নয়। তাই হালদায় মা-মাছ শিকার ও ডলফিন হত্যা বন্ধে আপনাদের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।

এতে উপস্থিত ছিলেন গুমানমর্দন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমানসহ আরও অনেকে।

সিএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!