হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু নাইক্ষ্যংছড়িতে

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে হাতির আক্রমণে ছালেহা বেগম (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত ছালেহা বেগম ঐ গ্রামের মোক্তার আহমদের স্ত্রী। রোববার (২২ ডিসেম্বর) ভোরে উপজেলার দোছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড লংখাই গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য রেহেনা আক্তার বলেন, ‘ছালেহা বেগম স্বামীর মৃত্যুর পর বিভিন্ন বসতবাড়িতে কাজ করে সংসার চালাতেন। কাজ শেষে একাই বসতবাড়িতে রাতযাপন করতেন। রোববার সকালে খামারে যাওয়ার পথে স্থানীয়রা তার লাশ দেখে ইউপি সদস্য ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।’

দোছড়ি ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বলেন, ‘দুর্গম পাহাড়ি এলাকা লংখাই গ্রামে ছালেহা বেগম নামের এক বৃদ্ধা বিধবা নারী হাতির আক্রমণে মৃত্যু হয়েছে এবং হাতির পাল তার বসতবাড়িও ভাংচুর করে নষ্ট করে ফেলে।’

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘নিহতের লাশ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

উল্লেখ্য, গত শুক্রবার দোছড়ি সদর ইউনিয়নের কালুকাটা এলাকায় মনির আহম্মদ নামে এক বৃদ্ধ হাতির আক্রমণে নিহত হয়।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!