হাঁটতে বেরিয়ে আগ্রাবাদে বাস চাপায় ডায়াবেটিস রোগীর মৃত্যু

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ লাকি প্লাজার সামনে বাস চাপায় স্বপ্না বড়ুয়া (৫২) নামে মধ্যবয়স্ক এক নারী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

ডবলমুরিং থানার সূত্রে জানা যায়, নিহত স্বপ্না বড়ুয়া ফটিকছড়ি থানার ফতেয়াপুর ইউনিয়নের দিলীপ বড়ুয়ার স্ত্রী।

জানা যায়, স্বপ্না বড়ুয়ার ডায়াবেটিস থাকার কারণে প্রতিদিন সকালে হাঁটতে বের হন। আজকেও সকালে হাঁটতে বের হয়েছিলেন। সকাল ১১টা পর্যন্ত বাসায় না ফিরলে খোঁজাখুঁজি শুরু করেন নিহতের আত্নীয়-স্বজন। প্রথমে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে যান। এরপর চট্টগ্রাম মেডিকেলে খোঁজ করলে ডবলমুরিং থানা পুলিশের সহযোগিতায় স্বপ্না বড়ুয়ার পরিচয় নিশ্চিত করা হয়।

ডবলমুরিং থানার এসআই আমিনুল চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, সকাল ৬টায় আগ্রাবাদ লাকি প্লাজার সামনে স্বপ্না বড়ুয়া নামের এক নারীকে একটি বাস চাপা দিয়ে চলে যায়। যেটা আমরা সিসিটিভি ফুটেজের মাধ্যমে জানতে পারি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তখন ওই নারী মারা যান।

তিনি আরো বলেন, নিহত নারীর মৃতদেহ তার স্বজনরা ধর্মীয় অনুষ্ঠানের জন্য নিয়ে যায়। এখন পর্যন্ত কোন মামলা হয়নি। নিহতদের ভাই শনিবার ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মামলা দায়ের করবেন । নাহলে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের হবে। ঘাতক বাসসহ চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরএ/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!