স্বার্থের ঊর্ধ্বে থেকে ইমানের সাথে দায়িত্ব পালন করুন : মেয়র

স্বার্থের ঊর্ধ্বে থেকে ইমানের সাথে দায়িত্ব পালন করুন : মেয়র 1প্রতিদিন ডেস্ক : প্রত্যেককে নিজ নিজ নগরবাসীর স্বার্থকে প্রাধান্য দিয়ে ইমানের সাথে সিটি করপোরেশনের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

রোববার (০২ এপ্রিল) নগর ভবনে মেয়রের দপ্তরে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বিভাগীয় প্রধানদের সাথে বৈঠকে এ আহ্বান জানান।

বৈঠকে মেয়র বিভাগীয় ও শাখা প্রধানদের আন্তরিকতা, সততা ও একনিষ্ঠতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করে নগরবাসীর কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে দায়িত্ব পালন করে যাওয়ার নির্দেশনা দেন।

বৈঠকে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, সচিব মোহাম্মদ আবুল হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, মেয়রের একান্ত সচিব মো. মঞ্জুরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন, যুথিকা সরকার, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সেলিম আকতার চৌধুরী, প্রধান পরিকল্পনাবিদ স্থপতি একে রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মানিক, আবু ছালেহ, কামরুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক প্রমুখ উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!