স্ত্রীর ছুঁড়ে মারা মসলা বাটার পাথরে প্রাণ গেল স্বামীর

স্বামীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে হাতাহাতি হয় স্ত্রীর। এসময় হঠাৎ স্বামীকে মসলা বাটার পাথর দিয়ে আঘাত করেন স্ত্রী। কিন্তু একবার আঘাত করে থামেননি তিনি, আবারও টুকরো উঠিয়ে স্বামীর মাথায় ও পায়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত ব্যক্তির নাম মো. শাহীন (৩৫)। তিনি নেত্রকোনার কেন্দুয়া থানার কোনোপাড়ার ফজলু মেম্বারের বাড়ির মাঞ্জিল হকের ছেলে। তিনি চট্টগ্রামের ইপিজেড থানার নারিকেল তলার হাজী মঈনুদ্দীন বিল্ডিংয়ের ৪র্থ তলার ৪১ নম্বর রুমে পরিবার নিয়ে বসবাস করতেন। তার আগের স্ত্রীর ঘরে মো. মারুফ মিয়া (১৮) নামে ছেলে রয়েছে।

অভিযুক্ত নারীর নাম বিউটি আক্তার (২৮)। তিনি নিহত মো. শাহীনের দ্বিতীয় স্ত্রী।

শনিবার (৩০ মার্চ) স্বামীকে মারধর করেন বিউটি আক্তার। পরে মঙ্গলবার (১ এপ্রিল) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৮ নম্বর ওয়ার্ডে মারা যান।

এই ঘটনায় মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে নিহতের ছেলে মারুফ বাদি হয়ে ইপিজেড থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিকে যথাযথ পুলিশ স্কটের সহায়তায় আদালতে পাঠান। পরে আদালত আসামিকে কারাগারে পাঠান।’

এমএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!