সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে দেড় লাখ টাকা, আরও নিতে গিয়ে র‌্যাবের হাতে ধরা

সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণার করে প্রথমে হাতিয়ে নেয় দেড় লাখ টাকা। পরে নিয়োগপত্র দেয়ার নামে আরও টাকা হাতাতে গিয়ে র‌্যাব-৭ এর হাতে আটক হয়েছেন মিজানুর রহমান (২৫) নামের এক যুবক।

মঙ্গলবার (২১ জুলাই) বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে পাওয়া যায় একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও একটি নিয়োগপত্র।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি মাহমুদুল হাসান বলেন, গত ২১ জুলাই প্রতারক মিজান নিজেকে সেনাসদস্য পরিচয় দিয়ে বায়েজিদ হোসেন নামের এক যুবককে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে দেড় লাখ টাকা নেয়। পরে আরও একলাখ টাকা দেওয়ার কথা ছিল। আজ সেনাবাহিনীতে যোগদানের নিয়োগপত্র নেবার জন্য বায়োজিদকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে যেতে বলে মিজানুর। খবর পেয়ে আমরা গিয়ে তাকে আটক করি।

পরে আটক প্রতারক মিজানুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এএসপি মাহমুদুল হাসান।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!