সূর্য্যি মামার ছুটি আজ, চট্টগ্রামের আকাশ গুমোট দিনভর

১৬ আশ্বিন। সূর্য্যি মামার ছুটি আজ! অভিমান করে শরতের আকাশে চলবে মেঘ বৃষ্টির লুকোচুরি খেলা। বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামের আকাশে দিনভর থাকবে হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টি।অভিমান ভেঙে সূর্যের দেখা মিললেও আগামীকাল আকাশ মেঘাচ্ছন্ন থেকে হালকা গুড়িগুড়ি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে ।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১২-১৫ কিলোমিটার। হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টি থাকলেও এদিকে সমুদ্র বন্দরকে কোনোরকম সতর্কতা সংকেত দেখানো হয়নি।

এসআর/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!