সীতাকুণ্ডে দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নারীসহ নিহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬ টা ও রাত ১১ টায় দুর্ঘটনাগুলো ঘটে। এতে আহত হয়েছেন আরও ২ জন।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুল আহমেদ জুটমিল এলাকায় প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড জেনারেল হাসপাতাল পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন, সলিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ রফিক হোসেনের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ ও মীরসরাইয়ের ডুমখালী গ্রামের মেজবা উদ্দিন। তবে আহতদের নামপরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই।

অপরদিকে সীতাকুণ্ড কালুশাহ্ মাজারের সামনে কাভার্ড ভ্যানের চাপায় এক অজ্ঞাত নারী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ওই নারীর বয়স আনুমানিক ৫০ বছর। তিনি সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় ভিক্ষা করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল। তিনি বলেন, হঠাৎ দ্রুতগামী কভার্ড ভ্যানটি ভিক্ষুক মহিলাকে চাপা দিয়ে চলে যায়। এতে মহিলার পুরো শরীর থেঁতলে গেছে।’

আরএ/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!