রাত ২টা বাজলেই হালদায় শুরু হয় অবৈধ বালু উত্তোলন!

লাখ টাকার পাইপ ধ্বংস

চট্টগ্রামের হালদায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে মেখলের গড়দুয়ারা এলাকায় এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১ লাখ টাকার পাইপ ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ টাকা।

জানা গেছে, হালদায় সারাবছর ধরে চলা অভিযানে বালু উত্তোলন বন্ধ হলেও এবার কৌশল পাল্টে বালু উত্তোলন করছে একটি চক্র। আগে নদীর পাড়ে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করলেও এবার কৌশল বদলে মেখল ইউনিয়নের গড়দুয়ারা রাস্তার মাথা এলাকায় নদীতে পাইপ বসিয়ে ১ কিলোমিটার দূরে ড্রেজারের সঙ্গে সংযোগ করে বালু উত্তোলন করছে চক্রটি। রাত ২টার পর থেকে সকাল পর্যন্ত চলে বালু উত্তোলনের কাজ।

অভিযানে বালু চক্রের কাউকে না পেলেও ইলিয়াস তরফদার নামের এক বালু ক্রেতাকে চিহ্নিত করা হয়। কাল (বৃহস্পতিবার) তাকে উপজেলা প্রশাসনে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সিএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!