সারাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সারাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 1বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রাণা দাশগুপ্ত অতি সাম্প্রতিককালে রংপুর, ফরিদপুরে সংঘটিত সাম্প্রদায়িক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, সংখ্যালঘুদের উপর এহেন হামলা, নির্যাতন, নিপীড়ন অব্যাহত থাকলে আগামী নির্বাচনে তারা ভোট কেন্দ্রে যাবে কিনা তা’ তারা নতুন করে ভেবে দেখতে বাধ্য হবে। গণতন্ত্রের স্বার্থে এরূপ দুর্ভাগ্যজনক পরিস্থিতির দিকে ঠেলে না দেয়ার জন্যে তিনি রাষ্ট্র, সরকার ও সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে উদাত্ত আহ্বান জানান।

অব্যাহত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদ, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত সমাবেশে তিনি বলেন, সংখ্যালঘুদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে। ফেইসবুকে ভূয়া পোস্টিং দিয়ে দুর্বৃত্তরা একনাগাড়ে ধর্ম অবমাননার মিথ্যা জিগির তুলে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুন্ন করছে, সম্প্রদায়ে-সম্প্রদায়ে ঘৃণা, বিদ্বেষ সৃষ্টির চেষ্টা করছে। এদের চিহ্নিত করে অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে বিশেষ ক্ষমতা আইনের আওতায় দ্রুততম সময়ে তাদের বিচার নিষ্পত্তির দাবি জানান। এডভাকেট রাণা দাশগুপ্ত বলেন, রংপুরসহ সারাদেশে সংঘটিত ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করে জনমনে আস্থা ফিরিয়ে আনার জন্যে দৃশ্যমান পদক্ষেপ সরকারকে গ্রহণ করতে হবে।

মহানগর ঐক্য পরিষদ সভাপতি ইঞ্জিনিয়ার পরিমল কান্তি চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রাণা দাশগুপ্ত। এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ঐক্য পরিষদ দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক তাপস হোড়, মহানগর সাধারণ সম্পাদক এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শ্যামল কুমার পালিত, মতিলাল দেওয়ানজী, দীপঙ্কর চৌধুরী কাজল, এডভোকেট হরিপদ চক্রবর্ত্তী, বাবুল দত্ত, ডা: অধরলাল চক্রবর্ত্তী, অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, চেয়ারম্যান অসীম কান্তি দেব, অধ্যাপক টিংকু চক্রবর্ত্তী, সুভাষ দাশ, হরিপদ চৌধুরী বাবুল, রুমা কান্তি সিংহ, সুকান্ত দত্ত, ডা: মৃদুল দে, এড. অশোক দাশ, এড. অনুপম চক্রবর্ত্তী, যামিনী কুমার দে, রতন আচার্য, সুমন দে, বিশ্বজিৎ পালিত, সাগর মিত্র, অনুপ রক্ষিত, বিকাশ মজুমদার, সুগ্রিব মজুমদার দোলন, ডা: বিধান মিত্র, বিজয় কৃষ্ণ দাশ, সুমন চাকমা, উত্তম শর্মা, শিক্ষক চঞ্চল চৌধুরী, মেরী বার্ণাডেট রায়, এডভোকেট রুবেল পাল, বিজয় কৃষ্ণ দাশ, প্রকৌশলী টি.কে সিকদার, চন্দন দত্ত, গোপন বড়–য়া, অমল সিকদার, প্রদীপ গুহ, যীশু কৃষ্ণ রক্ষিত, সিজার বড়–য়া, রাজু দাশ হিরো, রিমন মুহুরী, দিলীপ দত্ত, সরোজ চৌধুরী, সাজীব বৈদ্য, দেবাশীষ নাহা, এডভোকেট পংকজ চৌধুরী, ডাঃ তপন দাশ, বিবেকানন্দ নাথ, সুবল দাশ, মৃদুল চৌধুরী, অরবিন্দু বড়–য়া, প্রণবরাজ বড়–য়া, বীণা মজুমদার, সুভাষ চৌধুরী টাংকু, অজয় মিত্র শংকু, নিউটন সরকার, মুন্না সেন, অপু বৈদ্য, প্রদীপ দাশ বাবু, কিশোর পাল, অশোক চৌধুরী লিংকন, জুয়েল মজুমদার, রতন চৌধুরী, বাপ্পী জলদাশ, আশীষ নাথ প্রমূখ।

সমাবেশে ঐক্য পরিষদ নেতৃবৃন্দ বলেন, সরকার সাম্প্রদায়িক ধর্মান্ধ মৌলবাদী শক্তির বিরুদ্ধে অনতিবিলম্বে দৃঢ় ভূমিকা গ্রহণে ব্যর্থ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বাপর সময়ে বিশেষভাবে সংখ্যালঘু জনগোষ্ঠীকে টার্গেট করে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করবে যা গণতন্ত্রের জন্য কোনভাবেই শুভ হবে না। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে । প্রেস বিজ্ঞপ্তি ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!