সাতকানিয়ায় অবৈধভাবে বালু তোলায় ধ্বংস করা হল ড্রেজার-পাইপ

সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় অবৈধ বালু উত্তোলন সিন্ডিকেটের একটি ড্রেজার মেশিন ও বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে ঘটনাস্থলে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে না পাওয়ায় কাউকে আটক বা জরিমানা করা হয়নি।

সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব নলুয়া ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ক্ষমতাসীন দলের একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে নলুয়া ইউনিয়নে সাঙ্গু নদীর বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

যোগাযোগ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল বশিরুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ধারণা করা হচ্ছে একটি প্রভাবশালী সিন্ডিকেট এ অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত। আদালত পরিচালনার সময় কাউকে পাওয়া যায়নি। বালু উত্তোলনের ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়েছে এবং পাইপগুলো ভেঙ্গে দেয়া হয়েছে।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!