শ্বাসকষ্টে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি শামসুল আলমের মৃত্যু

চট্টগ্রামে শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি সামশুল আলম৷

মঙ্গলবার (১৬ জুন) ভোর সাড়ে ৬টা পাঁচলাইশ থানা এলাকার সার্জিস্কোপ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

তার পারিবারিক সুত্রে জানা গেছে, তিনি আগ থেকেই উচ্চ রক্তচাপে ভুগছিলেন। সম্প্রতি দুর্ঘটনাবশত তিনি পায়ে আঘাত পান। রোববার (১৪ জুন) রাত আড়াইটার দিকে শামসুল আলমের উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যায়, সাথে ছিল শ্বাসকষ্টও।

সেই রাতেই তাকে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে (ইউএসটিসি) ভর্তি করানো হয়। পরে তার আইসিইউ সাপোর্ট প্রয়োজন হলে সার্জিস্কোপ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শামসুল আলমের বাড়ি সাতকানিয়া উপজেলায়। তিনি দুই মেয়ে ও দুই ছেলের জনক ছিলেন।

তার মৃত্যুতে তামাকুমন্ডি লেইন বণিক সমিতি, টেরিবাজার ব্যবসায়ী সমিতিসহ চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন শোক জানিয়েছে।

এফএম/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!