শান্তি উন্নয়ন ফিরিয়ে আনতে জাতীয় পার্টির বিকল্প নেই

পেকুয়া প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের সম্মেলন প্রস্ততি কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে যোগদান করে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি জননেতা আলহাজ¦ মুহাম্মদ ইলিয়াছ এম.পি বলেছেন ৯বছরের সফল সাবেক রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির শাসনামলই ছিল দেশে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি যুগ। বিধায় দেশে পুনরায় শান্তি ও উন্নয়নের শাসন ফিরিয়ে আনতে জাতীয় পার্টিকেই রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।
১৩ফেব্রুয়ারী সোমবার বিকাল ৩টায় উপজেলার রাজাখালী ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বর্ধিত সভা অনুষ্টিত হয়। স্থানীয় রাজাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের সভাপতি সাবেক মেম্বার হোসাইন শহীদ সাইফুল্লাহর সভাপতিত্বে ও জাপা নেতা আছহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি জননেতা আলহাজ¦ মুহাম্মদ ইলিয়াছ এম.পি। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্যা ও জেলা জাপা’র যুগ্ম-সাধারণ সম্পাদক আসমাউল হোসনা। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ড (চকরিয়া)র’ সদস্যা ও পৌর জাতীয় মহিলা পার্টির সভাপতি রেহানা খানম রাহু, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস এম মাহাবুব ছিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি এম. দিদারুল করিম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম(অবঃ বিডিআর), যুগ্ম-সম্পাদক ও জেলা জাতীয় যুব সংহতির সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম প্রমুখ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জাতীয় পার্টি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃস্থানীয়রা। সভা শেষে সর্বসম্মতিক্রমে ইউনিয়ন জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত হয়। মোঃ সাহাবউদ্দিনকে আহবায়ক ও আসহাবউদ্দিন আসিফকে সদস্য সচিব করে ২১সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেওয়া হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!