লোহাগাড়ায় ডাকাতি প্রস্তুতিকালে ১২ ডাকাত আটক, অস্ত্র উদ্ধার ।

লোহাগাড়ায় ডাকাতি প্রস্তুতিকালে ১২ ডাকাত আটক, অস্ত্র উদ্ধার । 1সাত্তার সিকদার,লোহাগাড়া প্রতিনিধি : লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মগদিঘীর পাড় সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকা হতে গত ১০ আগষ্ট দিবাগত রাত আনুমানিক ১২ টা ৩০ মিনিটে  ডাকাতি প্রস্তুতিকালে ১২ জন ডাকাতকে আটক  করেছে বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরীর নেতৃত্বে স্হানীয় জনতা।
সুত্রে জানা গেছে,উল্লেখিত সময়ে ডাকাতরা মগদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণ করছিল।প্রস্তুতিকালে বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী , ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য আবদুল আলম ও স্হানীয় জনগণের সহযোগিতায় তাদেরকে আটক করে। পরবর্তীতে তাদেরকে ইউপি কার্যালয়ে নিয়ে আসে, তাৎক্ষণিক লোহাগাড়া থানা পুলিশকে খবর দেয়, উক্ত স্হান হতে ১টি দেশীয় তৈরী বন্ধুক, ২রাউন্ড কার্তুজ,২টি চাইনিজ কুড়াল,১টি রাম দা, সাড়ে তিনফুট লম্বা একটি কিরিচ,চল্লিশ ইঞ্চি লম্বা একটি রড উদ্ধার সহ ডাকাতদেরকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।
এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার),এসআই ওবাইদুল হাকিম,এসআই লিটন চন্দ্র সিংহ,এসআই প্রভাত কর্মকার,এসআই আবদুল আউয়াল,এসআই মুফিজুল, এসআই মাহবু্ব আলম,এএসআই মেহের আলী,এএসআই জয়নাল আবেদীন।১১আগষ্ট লোহাগাড়া থানা কার্যালয়ে স্হানীয় কর্মরত সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং অনুষ্টিত হয়। ব্রিফিং-এ উপস্হিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা ও লোহাগাড়া থানার  অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার)।
আটককৃত ডাকাতরা হলেন যথাক্রমে চকরিয়া মানিকচর বিএমচর খালি সিকদার পাড়ার শাহ আলমের পুত্র সাইফুল ইসলাম প্রকাশ সাদত উল্লাহ(৩৪), সিদ্দিক আহমদের পুত্র হুমায়ুন কবির(২৪),মৃত সামশুল আলমের পুত্র রিদোয়ান(২৪), মৃত আলী হোসেনের পুত্র মোক্তার আহমদ(২৬), সৈয়দ আহমদের পুত্র সিরাজ মনির আরফাত(২৫),মৃত হাবিবুর রহমানের পুত্র আলী হোসেন(২৫), মোস্তাক আহমদের পুত্র নাছির উদ্দিন(২২), মৃত সামশুল আলমের পুত্র জয়নাল আবেদীন(৩০), আহমদ হোসেনের পুত্র আরাফাত(১৯), মৃত জয়নুল আবেদীনের পুত্র সাইফুল ইসলাম(২০),চকরিয়ার পুর্ব বড় বেউলার চর পাড়ার কুতুব উদ্দিনের পুত্র মোশারফ হোসেন(২২) ও চকরিয়া খাইয়ার বিল আনোয়ার হোসেনের পুত্র মোহাম্মদ আলমগীর(২৬)।
আটককৃত ডাকাতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে থানার ডিউটি অফিসার এএসআই  মুকুল জানিয়েছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!