লাইসেন্স ছাড়া চা বোর্ডের লোগো বসিয়ে পণ্য বিক্রি, ২ প্রতিষ্ঠান বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট

চা বোর্ডের লোগো বসিয়ে প্যাকেটজাত করে চা বিক্রি করছিল ‘কর্ণফুলী চা ঘর’ ও ‘হক টি হাউজ’ নামের দুটি প্রতিষ্ঠান। সেই সঙ্গে উৎপাদনের অগ্রিম তারিখ ব্যবহার করাসহ নেই কোনো লাইসেন্স ও কাগজপত্র। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দিয়েছে চা বোর্ড।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন এই অভিযান পরিচালনা করেন।

চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন বলেন, ‘সদরঘাট এলাকায় চা বোর্ডের ব্লেন্ডার লাইসেন্স, চা ক্রয়ের যথাযথ ডকুমেন্ট না নিয়ে প্যাকেটজাত করে পণ্য বিক্রি করছিল ‘কর্ণফুলী চা ঘর’। তারা প্যাকেটের গায়ে চা বোর্ডের লোগো ও উৎপাদনের অগ্রিম তারিখ ব্যবহার করেছিল। গুদাম থেকে ৩০ বস্তা লেবেলবিহীন চা এবং ৫২টি প্যাকেজিং রোল জব্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘চা বোর্ডের ব্লেন্ডার লাইসেন্স এবং বিএসটি আই লাইসেন্স ছাড়াই ‘হক টি হাউজ’ নামে ব্র্যান্ডে মেয়াদউত্তীর্ণের তারিখ ব্যবহার না করেই চা প্যাকেট করে বিক্রি করছিল।’

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!