রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৪, আহত ২০

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২০ জন।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টায় লম্বাশিয়ার চারমুয়া এলাকায় এই ঘটনা ঘটে। তবে নিহতদের মধ্যে মুন্না বাহিনীর সেকেন্ড ইন কমান্ড গিয়াস উদ্দিনের পরিচয় জানা গেলেও বাকি ৩ জনের নামপরিচয় জানা যায়নি। এছাড়া তাৎক্ষণিক আহতদের পরিচয়ও পাওয়া যায়নি।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরসি) অফিস সূত্রে ৪ জন নিহত হওয়ার
বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ক্যাম্পে সংঘর্ষের ঘটনায় ৪ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ দিনে রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টানা হামলা-পাল্টা হামলার ঘটনায় ৭ জন নিহত হয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!