রাঙ্গামাটিতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

রাঙ্গামাটিতে ভ্রাম্যমান আদালতের জরিমানা 1চৌধুরী হারুনুর রশীদ,রাঙ্গামাটি : রাঙ্গামাটি শহরের ব্যবসাকেন্দ্র বনরূপায় অভিজাত তিনটি রেস্টুরেন্টকে খাদ্যে ভেজাল দেয়ায় ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকানে প্রকাশ্যে পাহাড়ি চোলাই মদ বিক্রির অপরাধে সুবর্ণা চাকমা(৩০) কে মাদক আইনে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেট তাপস শীল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এরমধ্যে খাদ্যে ভেজাল দেয়ায় কুটুম বাড়ি রেস্টুরেন্টকে ৩ হাজার ও ভোজন বাড়ি রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পাবলিক টয়লেটের পাশে রান্না করার অপরাধে ঝাল বিতানকে ৪ হাজার টাকা ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়। একই অপরাধে আগে ঝাল বিতানকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
অভিযানে অংশ নেন সিনিয়র খাদ্য পরিদর্শক (সেনিটারি ইন্সপেক্টর) মোছাম্মৎ নাছিমা আক্তার খানম ও জেলা মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা জয়নাল আবেদীন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!