রাঙামাটিতে একশ টন চাল পাচ্ছে ১০ উপজেলার হতদরিদ্র মানুষ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কার্যত ‘লকডাউন’ হয়ে পড়েছে সারাদেশ। আর এর প্রভাবে আয় রোজগার বন্ধ হয়ে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন অসহায় ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা।

এসব কম আয়ের মানুষের ভাতের কষ্ট দূর করতে তাদের পাশে দাঁড়িয়েছে সরকার। রাঙামাটির জন্য প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয় থেকে পাঠানো হয়েছে একশ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা।

রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, সরকার থেকে পাওয়া এই বরাদ্দ ইতিমধ্যে জেলার দশ উপজেলায় পাঠানো হয়েছে। দুই পৌরসভা, উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তারা সমন্বয় করে গরীব এবং অসহায়দের মধ্যে এগুলো বিতরণ করবেন।

তিনি আরো বলেন, আমরা চাই করোনা প্রতিরোধে সরকারের দেয়া নিয়মনীতি জনগণ মেনে চলবে। কেউ বাসা থেকে বের হবেনা।

নিম্ন আয়ের যেসব মানুষ ঘর থেকে বের হবেনা অর্থাৎ করোনাভাইরাস প্রতিরোধে সব নিয়ম মেনে চলবে তাদের জন্য এই বরাদ্দ। প্রশাসনের তরফ থেকে খোঁজখবর নিয়ে হতদরিদ্র পরিবারের মাঝে চাল এবং নগদ টাকা বিতরণ করা হবে।


এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!