গ্যাস সিলিন্ডার লিকেজ—পুড়ে ছাই বসতঘর

মিরসরাইয়ে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

শনিবার (১৪ মার্চ) উপজেলার কাটাছড়া ইউনিয়নের তেতৈয়া গ্রামের মাঈন ভূইয়াঁ বাড়ির তাজুল ইসলামের ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ১০ ভরি স্বর্ণ, নগদ ১ লাখ টাকা, ফানির্চার সহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তানভীর হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, শনিবার দুপুরে হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আমাদের বসতঘরে আগুন লেগে যায়। এতে আমার ব্যবসার জন্য রাখা নগদ ১ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণ, ফানির্চার, ঘরের আসবাবপত্র সহ সব পুড়ে ছাই হয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তানভীর আহম্মেদ। মিরসরাই উপজেলার তেতৈয়া বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ১টি ইউনিট গেয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।


এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!