মিরসরাইয়ে ধানক্ষেতে মিলল যুবকের গুলিবিদ্ধ লাশ

চট্টগ্রামের মিরসরাইয়ে মো. ফজলুল হক নামের এক ৪০ বছর বয়সী এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ফজলুল উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিজতালুক গ্রামের মীর মোহম্মদ কেরানী বাড়ির মকবুল হোসেনের ছেলে। রোববার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় মিরসরাইয়ের কলঘর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

ফজলুল হকের বড় ভাই মো. রেজাউল করিম বলেন, ‘শুক্রবার রাত ১১টায় খইয়াছড়া ইউনিয়নের তারাঘোনা এলাকায় নিজেদের পারিবারিক মৎস্য খামার থেকে তাকে অজ্ঞাত লোকজন তুলে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও আমরা তাকে পাইনি। শনিবার দুপুরে বিষয়টি আমি মিরসরাই থানা ও জোরারগঞ্জ থানা পুলিশকে অবহিত করি। রোববার ভোরে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে ফজলুল হকের মৃতদেহ দেখতে পান। পরে পরিবারের লোকজন মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।’

মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) বিপুল দেবনাথ বলেন, ‘খবর পেয়ে সকাল সাড়ে ৮টায় বাড়ি থেকে ফজলুল হকের লাশ মিরসরাই থানায় নিয়ে আসে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ফজলুল একজন পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতির তিনটি মামলা চলমান রয়েছে। ডাকাতির মালামাল ভাগ ভাটোয়ারা কেন্দ্র করে দলের অন্য সদস্যদের সঙ্গে গোলাগুলিতে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতের মাথায় ও বুকে দুইটি গুলির চিহৃ রয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!