মিরসরাইয়ে চেক প্রতারণা মামলা একজন গ্রেফতার

মিরসরাইয়ে চেক জালিয়াতিসহ একাধিক প্রতারণা মামলার অভিযুক্ত জামাল উদ্দিন দুলালকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। শুক্রবার (১২ এপ্রিল) রাতে উপজেলার বড়তাকিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর শনিবার ১৩ এপ্রিল তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

মিরসরাই থানার এসআই বোরহান উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে জানান, চট্টগ্রাম আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় শুক্রবার রাতে উপজেলা বড়তাকিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত দুলাল উপজেলার খৈয়াছরা ইউনিয়নের মৃত শফিউল আলমের ছেলে।

তার বিরুদ্ধে মিরসরাই থানায় চেক জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে হোসনে আরা পারুল, কামরুল হাসান ও জাহিদুল ইসলাম আলাদা আলাদা ভাবে মামলা দায়ের করেন। এরমধ্যে দুলালের বিরুদ্ধে দুটি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিলো।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!