মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আনা ১৫ রোহিঙ্গা আটক কক্সবাজারে

কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর মাঝেরপাড়া থেকে মালয়েশিয়া পাচারকালে শুক্রবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টায় মহিলা-শিশুসহ ১৫ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটক রোহিঙ্গারা স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালামের জিম্মায় রয়েছে।

পুলিশের ধারণা মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যেই এসব রোহিঙ্গাকে কোনো দালালচক্র সেখানে রেখে পালিয়ে গেছে। ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়া গ্রামে শিশু ও মহিলাসহ ১৫ জনকে আটক করা হয়। তারা সবাই মিয়ানমারের নাগরিক বলে পুলিশের কাছে স্বীকার করেছে। পুলিশ আটক রোহিঙ্গাদের স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দিয়ে আসে।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান শনিবার (২ নভেম্বর) সকালে রোহিঙ্গা আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এদের মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। তবে এর সাথে কে বা কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে।

সিআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!