মারা গেলেন সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যও। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

সোমবার (১৫ জুন) দিবাগত রাত পৌনে ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলেন।

গত ৫ জুন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করার পর করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন বদর উদ্দিন কামরান। পরদিন তীব্র জ্বর ও বমি হতে থাকলে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে অবস্থার আরও অবনতি হতে থাকলে ৭ জুন তাকে ঢাকায় এনে সিএমএইচে ভর্তি করা হয়।

তারও আগে ২৭ মে তার স্ত্রী মহিলা আওয়ামী লীগের সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আসমা কামরান করোনাভাইরাসে আক্রান্ত হন।

বদর উদ্দিন কামরান দুই দফায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। এর মধ্যে প্রথম দফায় ২০০৩ সালের ৩ আগস্ট থেকে ২০০৮ সালের ৪ আগস্ট। দ্বিতীয় দফায় ২০০৮ সালের ৪ আগস্ট থেকে ২০১৩ সালের ১৫ জুন পর্যন্ত তিনি নগরপিতা হিসেবে কাজ করেছেন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!