মাদক সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলে জনগণকে এগিয়ে আসতে হবে: বিজয় বসাক

চট্টগ্রাম মহানগরের উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেছেন, মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সরকারের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। এসব অপরাধ রোধে সামাজিকভাবে সচেতন হতে হবে। এতে বাংলাদেশ এগিয়ে যাবে বহুদূর।

তিনি, সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে জনগণকে সম্মিলিকভাবে সোচ্চার হওয়ার গুরুত্বারোপ করে আগামী (২৬ অক্টোবর) কমিউনিটি পুলিশিং সভায় সবাইকে উপস্থিতি থাকার আহ্বান জানান।

Drug

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় পাঁচলাইশ থানার ৫৩ নম্বর বিট শোলকবহর এলাকায় আগামী ২৬ অক্টোবর কমিউনিটি পুলিশিং র‌্যালি ও সমাবেশের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

জসিমুল আনোয়ার খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া, পাঁচলাইশ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যসচিব আবু সায়ীদ সেলিম, কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মুআ/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!