মাতামুহুরী নদীতে ডুবে ছাত্র নিখোঁজ, জীবিত উদ্ধার-২

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে ডুবে ৫ম শ্রেণীর ছাত্র নয়ন আজিজ (১১) নিখোঁজ রয়েছে। এসময় অপর দুই ছাত্র পানিতে ডুবলেও তাদের জীবিত উদ্ধার করে স্থানীয় লোকজন।

nikhoj

শনিবার দুপুর ১২ টায় নামার চিরিংগা পয়েন্টে এ ঘটনা ঘটে। নিখোঁজ ছাত্র নয়ন আজিজ পৌরসভাস্থ ফুলতলার বাদশা মিয়ার ছেলে। জীবিত উদ্ধার করা দুই ছাত্র হলেন- মোহাম্মদ ওসমান ও পুতু মিয়া।
চকরিয়া সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরওয়ার আলম বলেন, নিখোঁজ ছাত্র আমাদের বিদ্যালয়ের ৫ম শ্রেণীর গ” শাখায় পড়ে। নিখোঁজের খবর পেয়ে স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা মাতামুহুরী চরে দেখতে এসেছি।

 
নিখোঁজ ছাত্রের মা দিলুয়ারা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ৪ ছেলে ১ মেয়ের মধ্যে নয়ন আজিজ ৪র্থ সন্তান। স্কুল বন্ধ হলেও কোচিং করতে যায়। ছুটি হলে বন্ধুদের সাথে মাতামুহুরী নদীতে বেড়াতে গিয়ে ডুবে নিখোঁজ হয়। নদীতে ছাত্র নিখোঁজ হওয়ার খবর পেয়ে চকরিয়ার দমকল বাহিনী ও একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল খালেক বলেন, টানা চার ঘন্টা খোঁজ করেও সন্ধান পাইনি। দমকল বাহিনীর ডুবুরি দল রামু থেকে পৌছলে নদীতে নেমে নিখোঁজ ছাত্রের খোঁজে অভিযান চালানো হবে।

 
ছাত্র নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে নদীর পাড়ে শত শত নারী-পূরুষ ভীড় করে। এসময় ভীড়ের মাঝে ছাত্রের মা দিলুয়ারা বেগম ও বড় ভাই জয়নাল আবেদিন শোকে আহাজারি করছিল।

 

রিপোর্ট : মুকুল কান্তি দাশ,চকরিয়া

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!