মাজারের টাকা তুলতে গিয়ে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

চট্টগ্রামের পটিয়ায় মাজারের ওরশের টাকা তুলতে গিয়ে প্রাইভেটকার ধাক্কায় ফয়সাল ইসলাম জিসান নামের ১১ বছর বয়সী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) সকালে পটিয়া মহাসড়কের খরনা রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, করোনায় স্কুল বন্ধ থাকায় সকাল থেকেই সহপাঠীদের সঙ্গে খেলছিল ফয়সাল ইসলাম জিসান। সেখান থেকে নুরুউদ্দীন ফকির মাজারের ওরশের জন্য টাকা তুলতে যায় জিসান। খরনা রাস্তায় মাথায় এসে স্থানীয় কয়েকজনের সঙ্গে মাজারের টাকা তুলার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় জিসান। পরে মাজার কর্তৃপক্ষ তার লাশ সড়কে রেখেই পালিয়ে যায়।

জিসানের বাবা মো. ফারুক বলেন, ‘মাজার কমিটি আমার ছোট ছেলেকে নিয়ে টাকা তুলতে যায়। টাকা তুলতে গিয়ে প্রাইভেট কারের ধাক্কায় আমার ছেলে মারা যায়। কিন্তু ওরা আমার ছেলেটাকেও ধরল না, গাড়িটাকেও ধরল না।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এই বিষয়ে কারো অবহেলা থেকে থাকলে আমরা তাদের আইনের আওতায় আনব। এ ঘটনায় প্রাইভেট কারটি আটক করা সম্ভব হয়নি বলেও জানান ওসি।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!