ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশনের জায়গা উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পূর্ব নাসিরাবাদস্থ আব্দুল কাদের সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে চসিকের ০৫১২ একর জায়গা উদ্ধার করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বের মঙ্গলবার (৮ মার্চ) অভিযান পরিচালনা করে উদ্ধারকৃত জায়গা চসিকের এস্টেট শাখাকে বুঝিয়ে দেয়া হয়।

এছাড়া নোংরা খাবার সঙ্গে মেয়াদবিহীন রং, গাম ব্যবহার করায় জরিমানা গুনেছে ২ নম্বর গেটের ডেজার্ট অ্যান্ড বেকারি।

চসিকের ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডেজার্ট অ্যান্ড বেকারিতে ৫০ হাজার টাকার জরিমানা করা হয়।

অভিযানে কাউন্সিলর মোরশেদ আলমসহ চসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারী এবং খুলশী থানা পুলিশ সহযোগিতা করেন।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!