পাঁচলাইশে ৮২ লাখ টাকার ভিওআইপি সরঞ্জামসহ আটক ১

ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মো. নাছির উদ্দিন নামের একজনকে আটক করেছে র‌্যাব। এ সময় ভিওআইপি ব্যবসায় ব্যবহৃত ৮২ লাখ টাকার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

নগরীর পাঁচলাইশ থানা এলাকার একটি ভবন থেকে নাছির উদ্দিনকে (৪৩) আটক করা হয়।

আটক নাছির লোহাগাড়া থানার বড়হাতিয়া ইউনিয়নের বড়হাতিয়া গ্রামের আব্দুল মোনাফের ছেলে।

মঙ্গলবার (৮ মার্চ) বিকালে চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এমএ ইউসুফ।

লে. কর্নেল এমএ ইউসুফ বলেন, ২০১৬ সাল থেকে লাইসেন্সবিহীন অবৈধ ভিওআইপি ব্যবসা করে রাষ্ট্রের কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আসছে নাছির উদ্দিন। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় সরকারি কর (রাজস্ব) ফাঁকি দিয়ে অবৈধভাবে ভিওআইপির ব্যবসার দায়ে মামলা রয়েছে। এর আগেও নাছির অবৈধ ভিওআইপি ব্যবসার জন্য র‌্যাবের হাতে একাধিকবার গ্রেপ্তার হয়েছিল।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় নাছিরকে হস্তান্তর করা হয়েছে বলে জানান এমএ ইউসুফ ।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!