ভূমি অফিসের চেয়ার দালালদের দখলে!

ভূমি অফিসের চেয়ারে বসে কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত বীরদর্পে দালালি এবং দালালির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া যাদের কাজ। এমনই ৫ দালালকে একমাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৩টায় কক্সবাজার ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় অভিযান চালিয়ে এসব দালালদের সাজা দেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্র ধর।

এ সময় সরকারি কর্মচারীকে কাজে বাঁধা দেওয়ার অভিযোগ প্রমাণে তাৎক্ষনিকভাবে সাজা প্রদান করা হয়। পাশাপাশি সাজার পর ৫ দালালকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সাজাপ্রাপ্ত হল মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের আন্দারঘোনা এলাকার মৃত আব্দুস সমদের পুত্র মো. আব্দুল নুর, বড় মহেশখালী জাগিরঘোনা এলাকার আবুল কাশেমের পুত্র খোরশেদ আলম, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মালভিটা এলাকার নুরুল ইসলামের পুত্র আলাউদ্দিন, বাকুকিয়া পালং এলাকার মো. কাশেমের পুত্র এসএম দিদারুল আলম ও টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার শফিকুল ইসলামের পুত্র আমান উল্লাহ।

তাদের মধ্যে এলএ শাখার দালাল নামদারী খোরশেদ আলম এর আগেও একাদিকবার একই অপরাধে ভ্রাম্যমাণ আদালতে সাজা ভোগ করেছেন বলে এলএ শাখার একাধিক কর্মচারী জানান।

এদিকে অভিযোগ উঠেছে কক্সবাজার জেলা প্রশাসন মাঝে মধ্যে লোভ দেখানো এই অভিযান চালিয়ে ছোটকাট অপরাধীদের ধরে শাস্তির আওতায় আনলেও যারা বড় মাপের কোটি টাকার দালালির সঙ্গে জড়িত তাদের কাউকে আইনের আওতায় আনা হচ্ছে না।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!