বোস ব্রাদার্সকে জরিমানা

বোস ব্রাদার্সকে জরিমানা 1প্রতিদিন ডেস্ক : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখা এবং রোজাদারদের মাঝে ভেজালমুক্ত দ্রব্যসামগ্রী বিক্রি নিশ্চিত করার জন্য সোমবার (১৯ জুন) দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে মহানগর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

অভিযানকালে নগরীর কোতোয়ালী থানাধীন নন্দনকাননস্থ বোস ব্রাদার্স ঐতিহ্যবাহী মিষ্টি বিপনীতে বাসী মিষ্টি, অস্বাস্থ্যকর ময়লা ও দুর্গন্ধ, মিষ্টি ও রসমালাই এর উপর তেলাপোকা, মশা-মাছি ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও রাখার দায়ে বোস ব্রাদার্স এর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে স্যানিটারী ইন্সপেক্টর সহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ ও সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!