বিয়ে খেতে গিয়ে চুরি করে তারা

চট্টগ্রামের বিভিন্ন কমিউনিটি সেন্টারের অনুষ্ঠানে অংশ নেন তারা। আমন্ত্রিত না হলেও তাদের সরব উপস্থিতি থাকে। মূলত অনুষ্টানে আমন্ত্রিত অতিথিদের ভিড়ে ঢুকে স্বর্ণালংকার ও দামী মোবাইল হাতিয়ে নিতেই কমিউনিটি সেন্টারগুলোতে হানা দেয় তারা।

এমন একটি সঙ্ঘবদ্ধ চক্রের নারী সদস্যসহ তিন জনকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ।

সোমবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার সিলভার প্যালেস কমিউনিটি সেন্টার থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল, নগদ সাড়ে চার হাজার টাকা, একজোড়া স্বর্ণের দুল, একটি সিএনজি জব্দ করা হয়।

আটক তিনজন হলেন, জেনি বেগম ওরফে কালাবাহারনি, মামুনান্নি ও নুর মোহাম্মদ।

এদের মধ্যে কালাবাহারনি ও মামুনান্নি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামে থাকেন। তারা দু’জন রোহিঙ্গা নাগরিক বলে নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন।

তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘এই চোর চক্র শহরের বিভিন্ন এলাকার কমিউনিটি সেন্টারে গিয়ে মানুষের মূল্যবান জিনিসপত্র ও মোবাইল চুরি করে আসছে। চক্রের তিনজনকে আটক করা হয়েছে।’

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!