বিজিএমইএ নেতার গার্মেন্টসে শ্রমিক অসন্তোষে বিক্ষোভ জেলা প্রশাসক কার্যালয়ে

শ্রমিক ছাঁটাই বন্ধ, বকেয়া বেতন আদায়, শ্রমিকদের ওপর হামলাকারীদের শাস্তির দাবিসহ নিজেদের দাবি দাওয়া নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন চিটাগাং এশিয়ান অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা।

বুধবার (১১ মার্চ) বিকেল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা সেখানে অবস্থান করেন শ্রমিকরা। এ সময় তাদের দাবি দাওয়ার বিষয়টি জেলা প্রশাসক ইলিয়াস হোসেনকে জানালে তিনি দ্রুত সমাধানের আশ্বাস দেন বলে জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা।

শ্রমিকরা জানান, বকেয়া বেতন পরিশোধ, ছাঁটাইকৃত শ্রমিকদের কাজ যোগ দেওয়ার অনুমতিসহ বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে শনিবার (১৪ মার্চ) পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তারা। তাদের সব কথা শুনে জেলা প্রশাসক ইলিয়াস হোসেন সমস্যা সমাধানের আশ্বাস দেন।

শ্রমিকরা জানান, বৃহস্পতিবার (১২ মার্চ) এবং শনিবার (১৪ মার্চ) কর্মঘণ্টা অনুযায়ী সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা শান্তিপূর্ণ অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এর আগে বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলন শুরু করেন চিটাগাং এশিয়ান অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। এ সময় তারা শ্রমিক ছাঁটাই বন্ধ, বকেয়া বেতন আদায়, শ্রমিকদের ওপর হামলাকারীদের শাস্তির দাবিসহ ৭ দফা দাবি আদায়ে বিক্ষোভ প্রর্দশন করেন।

প্রসঙ্গত, বিজিএমইএর প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালামের পরিচালনাধীন চিটাগাং এশিয়ান অ্যাপারেলস লিমিটেডের বিরুদ্ধে শ্রমিক ছাঁটাই, শ্রমিকদের মারধরসহ বিভিন্ন অভিযোগ এনে আন্দোলনের ঘোষণা দিয়েছিল শ্রমিকরা। তৈরি পোশাক কারখানাটির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও তার ছেলে সাকিফ আহমেদ সালাম। তিনি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকও। এশিয়ান অ্যাপারেলসের ওয়েবসাইটে তাদের গ্রাহক হিসেবে ওয়ালমার্ট, টার্গেট, কার্টারস, এইচএন্ডএম, জেসি পেনি, এলসি ওয়াইকিসহ বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের নাম লেখা রয়েছে। সত্যিই গ্রাহক কিনা— এই তথ্য চট্টগ্রাম প্রতিদিন তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।

এএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!