বিএনপি ঢাকা দখলের চেষ্টা করেছিল কিন্তু টিকতে পারেনি, শোকসভায় ভূমিমন্ত্রী

‘বিএনপিকে ক্ষমতায় আসতে দিলে আপনারা কেউ ঘরে থাকতে পারবেন না। তারা প্রতিহিংসার রাজনীতি করে, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। তারা আমাদের মামলার ওপর মামলা দিয়েছিল, কিন্তু আমরা তাদেরকে মায়ের কোলে ঘুম পাড়াচ্ছি। বিএনপি ঢাকা দখল করতে চেয়েছিল। কিন্তু তারা টিকতে পারেনি।’

সাবেক সাংসদ মোছলেম উদ্দিন আহমদের শোক সভায় এমন মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ আয়োজিত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে শোকসভা শনিবার (২৯ জুলাই) অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতেহরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ, সাবেক দক্ষিণ জেলা আওয়ামীলীগ সহসভাপতি এমএম আবুল কালাম।

প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

আরও বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা।

পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম জাকারিয়া সঞ্চানালয় শোকসভায় আরও বক্তব্য দেন দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম হারুন লবুনা, দক্ষিণ যুবলীগের সহসভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক, ও মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, চেয়ারম্যান বেলাল হোসেন, চেয়ারম্যান এসএম জসিম, কাউন্সিলর ইসমাইল হোসেন আবু, শেখ আরিফুর উদ্দিন জুয়েল, উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নান রানা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান সেলিম, সরওয়ার আলম, দক্ষিণ ছাত্রলীগ সভাপতি এসএম বোরহান, সাধারণ সম্পাদক, আবু তাহের, উপজেলার সভাপতি একরামুল হক মুন্না, সাধারণ সম্পাদক, মাহাবুবুল আলম রাসেল, জাবেদ হোসেন, আনোয়ার হোসেন।

প্রধান অতিথি জাবেদ বলেন, ‘মোছলেম উদ্দীন আহমদকে আমি চাচা ডাকতাম। তার অনেক স্মৃতি আমার মনে পড়ে। তার জীবনে অনেক ত্যাগ আওয়ামী লীগের জন্য আছে। আমি চেয়েছিলাম তিনি এমপি হয়ে সংসদে আসুক। অবশেষে তিনি এমপি হয়েছেন, তবে দীর্ঘ স্বপ্নের পর। তবে তিনি এমপি হয়ে তৃপ্তি নিয়ে যেতে পারেন নি। এমপি হওয়ার পরপর করোনা মহামারী এসে গেলো। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি না ফেরার দেশে চলে যান। তিনি আমার বিয়ের ঘটকও ছিলেন, আমি তাকে ঘটক বাবা ডাকতাম।’

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘বিএনপি এখন নড়েচড়ে বসেছে। তারা বিদেশিদের ধর্ণা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তাদের বড় বড় নেতা, খুব বড় বড় কথা বলছে। মাঠ আমাদের দখলে, জনগণ আমাদের সঙ্গে আছে। আমরা আপনাদের চেয়ে অনেক বেশি এগিয়ে। আপনারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন। আর আমরা অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে নিচ্ছি। আমি ষ্পষ্ট ভাষায় বলতে চাই, সংবিধান ঠিক রেখেই আগামী নির্বাচন হবে। আমরা রাজাকার-আলবদরদের রাষ্ট্র দেবো না।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!