বাস-অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাঁশখালীতে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে বাস, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে ১২টার দিকে বাঁশখালী অংশের গুনাগরী রামদাশ হাট এলাকার নূর জাহান ক্লাবের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাইমুন (৩২) মোটরসাইকেলে ছিলেন। তিনি বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের বাঁশবুনিয়া এলাকার শুক্কুর সওদাগরের ছেলে। গুরুতর আহত হওয়া একজনের নাম তাকিব। তিনিও ওই ইউনিয়নের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে নূর জাহান ক্লাবের সামনে বাঁশখালী সুপার সার্ভিস নামের পেকুয়াগামী বাসের সঙ্গে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা গেছেন। নিহত সাইমুন মোটরসাইকেল আরোহী ছিলেন। গুরুতর আহত হওয়া তাকিবও মোটরসাইকেলে ছিলেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘দুপুর ১২টার সময় গুনাগরী এলাকায় বাঁশখালী সুপার সার্ভিস নামে এক বাসের সঙ্গে মোটরসাইকেল ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাইমুন নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আরও দু’জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল পাঠানো হয়েছে। বাসটি আটক আছে।’

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!