বাকলিয়া হবে মডেল টাউন, ২৫০ কোটির প্রকল্প চসিকের

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘চট্টগ্রাম নগরীর বৃহত্তর বাকলিয়াকে মডেল টাউন করার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে পূর্ব, পশ্চিম ও দক্ষিণ বাকলিয়ায় রাস্তা উচুঁকরণ, ফুটপাত ও কালভার্ট নির্মাণ এবং রাস্তা প্রশস্তকরণসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে প্রায় ১শ ৫০ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। আরো ১শ কোটি টাকার কাজ চলমান রয়েছে।’

শনিবার (২৩ নভেম্বর) সকালে ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড এলাকায় আবদুল লতিফ হাট ব্রিজের ফলক উন্মোচন এবং পূর্ব বাকলিয়ার ২১টি উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন।

বৃহত্তর বাকলিয়াকে মডেল টাউন নির্মাণ প্রসঙ্গে সিটি মেয়র বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নে আন্তরিক। তাই তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, টিএন্ডটি, বিদ্যুতের পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকেও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দিয়েছে।’

বারইপাড়া খাল নির্মাণ প্রকল্পের কথা উল্লেখ করে মেয়র বলেন, ‘এ বারইপাড়া খাল প্রকল্পটি নান্দনিক দিক বিবেচনায় খালের দুই পাশে প্রয়োজনীয় বাড়তি জায়গা অধিগ্রহণ করে ওয়ার্কওয়ে নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ২.৯ কিলোমিটার দীর্ঘ ৬৫ ফুট প্রশস্ত নতুন খাল খননকালে এর দুই পাশে প্রতিরোধ দেওয়াল নির্মাণ করা হবে। দুই পাশে ২০ ফুট করে সড়ক ও ৬ ফুট করে ওয়ার্কওয়ে থাকবে। এখানে আরো থাকবে মিড আইল্যান্ড, বসা ও বিনোদনের ব্যবস্থা। খাল খননের জন্য যেসব ভূমি মালিকের অধিগ্রহণ করা হবে তাদের টাকা যথাযথ প্রক্রিয়ায় মৌজা মূল্যের তিনগুণ নির্ধারণ করে পরিশোধ করা হবে। এক্ষত্রে চুল পরিমাণ অনিয়মের কোন সুযোগ থাকবে না।’

তিনি আরো বলেন, ‘কোন ভূমি মালিকের কোন ভবন যদি প্রকল্পের প্রস্তাবিত অ্যালাইনমেন্টের মধ্যে পড়ে, তবে তাদেরকে গণপূর্ত অধিদপ্তরের নিয়ম অনুসারে ক্ষতিপূরণ দেয়া হবে।’
প্রকল্প উদ্বোধনকালে স্বাগতিক কাউন্সিলর হারুন উর রশিদ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারজানা পারভীন, সাবেক কমিশনার মো. ইসহাক, মো. জসিম উদ্দিন, জালাল উদ্দিন ইকবাল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমেদ ইলিয়াছ, অ্যাডভোকেট. মো. ইউসুফ, সৈয়দ কুতুব উদ্দিন, ইয়াকুব সওদাগর, হাজী আবদুল করিম, মো. সেকান্দর ও চসিক নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, সহকারী প্রকৌশলী আরিফুল রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফিতা কেটে আবদুল লতিফহাট ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র।

উল্লেখ্য, চসিকের বিজ্ঞপ্তিতে জানানো হয়—পূর্ব বাকলিয়া ওয়ার্ডে গৃহীত প্রকল্পের মধ্যে বন্যা ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় ৬টি প্রকল্পের ব্যয় বাবদ ২২ কোটি ৯২ লাখ ৯৫ হাজার টাকা, প্রধান সড়ক প্রকল্পের আওতায় ২টি প্রকল্পের ব্যয় বাবদ ৯ কোটি ২০ লাখ ৫৩ হাজার টাকা, সড়ক নেটওয়ার্ক এবং বাস/ট্রাক টামির্নাল নির্মাণ প্রকল্পের আওতায় ৩টি প্রকল্পের ব্যয় বাবদ ২০ কোটি ৭৯ লাখ ৯০ হাজার টাকা, বারইপাড়া খাল নির্মাণ প্রকল্পের আওতায় ৯টি প্রকল্পের ব্যয় বাবদ ৫৫ কোটি ২ লাখ ২০ হাজার টাকা এবং মিয়াখান নগর রোডের উন্নয়ন প্রকল্প ব্যয় বাবদ ২ কোটি ৪ লাখ ৩ হাজার টাকাসহ সর্বমোট ১০৯ কোটি ৯৯ লাখ ৬১ হাজার টাকা ব্যয় হচ্ছে।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!