বাকলিয়ায় ভবনের ছাদ থেকে ছাত্র উধাও, নালায় পড়ে নিখোঁজ−ধারণা মাদ্রাসা কর্তৃপক্ষের

চট্টগ্রামের বাকলিয়ায় এক মাদ্রাসা ভবনের ছাদে থেকে ছাত্র নিখোঁজ হয়েছে। তবে মাদ্রাসাছাত্র ওই শিশু মাদ্রাসার ছাদ থেকে নামার চেষ্টা করতে দেখা গেছে সিসিটিভি ভিডিও ফুটেজে। সেই হিসেবে পেছনে থাকা নালায় পড়ে শিশুটি নিখোঁজ বলে ধারণা করছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে নগরীর বাকলিয়া থানা এলাকার আজিজিয়া মাদ্রাসা থেকে নিখোঁজ হয় ওই শিশু। বুধবার দুপুরের পর থেকে বিষয়টি জানাজানি হলে শিশুর স্বজনরা এসে ভীড় করলে মাদ্রাসায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ।

নিখোঁজ শিশুর নাম মোহাম্মদ আলিফ (১০)।

বিষয়টি নিশ্চিত করে চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার দুপুর থেকে ওই শিশু নিখোঁজ। সিসিটিভিতে তাকে ছাদে উঠতে দেখা গেছে। তবে ছাদ থেকে আর নামেনি। তাই মাদ্রাসা কর্তৃপক্ষ ধারণা করছে, সে মাদ্রাসার পেছনে থাকা পাইপ দিয়ে নামার চেষ্টা করার সময় হয়তো নালায় পড়ে গেছে। কারণ সেখানে আনুমানিক ২০ ফুট প্রস্থের একটি নালা আছে।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ হাইড করার চেষ্টা করেছিল। কিন্তু বিষয়টি জানাজানি হয়ে গেলে শিশু ছাত্রটির স্বজনরা এসে মাদ্রাসায় ভীড় করে। তারপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের দুটি টিম ও পুলিশ ঘটনাস্থলে আছে। আমরা নালায় শিশুটিকে খুঁজছি।’

আলিফের মামা জয়নাল আবেদীন রাসেল চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আলিফ এক বছর আগে মাদ্রাসায় ভর্তি হয়। সে নারাজ শেষ করে হেফজতে ভর্তি হয়েছে। ছুটি কাটিয়ে গত ২৮ আগস্ট সে বাড়ি থেকে মাদ্রাসায় ফিরেছে।’

তিনি আরও বলেন, ‘মাদ্রাসাটি ভবনের পাঁচতলা থেকে সাততলা পর্যন্ত দুটো ফ্লোর। মাদ্রাসার হুজুর জানান, সাততলা থেকে নামতে হলে পেছনের পাইপ দিয়েই নামতে হবে। কিন্তু সে আদৌ নালার পানিতে পড়েছে কিনা তা তাদের জানা নেই। ফায়ার সার্ভিসও নিশ্চিত না।’

আলিফের বাড়ি কুমিল্লা জেলার কোতোয়ালী থানার চকবাজারে। তার বাবার নাম মোহাম্মদ রাসেল।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!