বন্দরের ইস্ট কলোনিতে জিহাদি বইয়ের ভাণ্ডার!

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ইস্ট কলোনি এলাকার বি টাইপ জামে মসজিদের পাশের একটি কক্ষের আলমিরা থেকে বিপুল পরিমাণ জিহাদী ও রাষ্ট্রবিরোধী বইসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টায় বন্দর থানা পুলিশের এক অভিযানে এসব উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এলাকার বাসিন্দা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবু নাছের জুয়েল চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ইস্ট কলোনীর বি টাইপ জামে মসজিদের পাশে একটি রুমে গোপনে জামায়াত-শিবিরের কার্যক্রম চলছে— এমন সংবাদ পেয়ে আমিসহ একতা সংঘের সভাপতি মো. রমজান, যুবলীগ নেতা সোহেল, সালাম ও অনুপমসহ স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা মসজিদের পাশে একটি রুমে ঢুকে তল্লাশি চালালে আলমিরা থেকে বিপুল পরিমাণ জিহাদী ও রাষ্ট্রবিরোধী বই দেখতে পাই। এরপর আমরা বন্দর থানায় খবর দিই।’

বি টাইপ জামে মসজিদের পাশের একটি কক্ষ থেকে এই বইগুলো পাওয়া গেছে।
বি টাইপ জামে মসজিদের পাশের একটি কক্ষ থেকে এই বইগুলো পাওয়া গেছে।

এ বিষয়ে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াছিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘খবর পেয়ে আমি এবং ডিউটি অফিসার এসআই দীপক দেওয়ান ইস্ট কলোনি এলাকার বি টাইপ জামে মসজিদের বারান্দা থেকে জিহাদী ও রাষ্ট্রবিরোধী বই উদ্ধার করে থানায় নিয়ে আসি। তবে কাউকে আটক করা যায়নি।’

এসকেএস/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!