ফের মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে দালালসহ ১০ রোহিঙ্গা আটক

ফের সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক দালালসহ ১০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ। তিনি বলেন, ‌‘একটি মানবপাচার চক্র বাংলাদেশে বসবাসকারী কিছু রোহিঙ্গা নাগরিককে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য টেকনাফের সাবরাং এলাকায় জমায়েত করেছে। এমন খবর পেয়ে রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে নৌকার জন্য অপেক্ষামান ১০ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন দালাল রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের স্ব স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হবে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার ১৩৮ যাত্রী নিয়ে সাগর পথে মালয়েশিয়া যাত্রাকালে পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে ১৫ জনের লাশ ও ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!