প্রধানমন্ত্রীর নতুন ৬ উপদেষ্টা, তালিকায় নেই সজীব ওয়াজেদ জয়

আবারও নতুন করে নিয়োগ পেলেন প্রধানমন্ত্রীর আগের পাঁচ উপদেষ্টা। এর সঙ্গে যুক্ত হয়েছেন আরও এক উপদেষ্টা। তবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবারের তালিকায় নেই। প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পূর্ণমন্ত্রীর মর্যাদা ভোগ করেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে আবার দায়িত্ব পেলেন ড. মসিউর রহমান (আগের দপ্তর: অর্থনৈতিক বিষয়ক), ড. গওহর রিজভী (আগের দপ্তর: আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক), ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী (আগের দপ্তর: বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক), সালমান এফ রহমান (আগের দপ্তর: বেসরকারি শিল্প ও বিনিয়োগ) এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক (আগের দপ্তর: নিরাপত্তা বিষয়ক)।

এছাড়া উপদেষ্টার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী।

তবে নতুন মেয়াদে এই ছয় উপদেষ্টার দপ্তর এখনও বণ্টন করা হয়নি।

উপদেষ্টা পদে থাকাকালীন তারা মন্ত্রীর পদমর্যাদা ছাড়াও বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলে জানানো হয়েছে জারি করা প্রজ্ঞাপনে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!