প্রকাশিত সংবাদের প্রতিবাদ

চট্টগ্রাম প্রতিদিনে ‘রেলে ১২ বছরের চাকরিতেই বিপুল সম্পদ জোবেদা আক্তারের’ সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রেলওয়ের সহকারী মহাব্যবস্থাপক (পূর্ব) জোবেদা আক্তার।

প্রতিবাদপত্রে তিনি লিখেছেন, ‘প্রকাশিত সংবাদে আমার যে সকল ধনসম্পদের বর্ণনা দেওয়া হয়েছে তা পড়ে আমি রীতিমত হতবাক ও মর্মাহত। বাংলাদেশের কোন স্থানে আমার বা আমার পরিবারের কোন সদস্যের বা আমার কোন আত্মীয়স্বজনের নামেও এ ধরনের সম্পদের অস্তিত্ব নেই।’

জোবেদা আক্তার লিখেছেন, ‘খালাসী নিয়োগ কমিটির সদস্য হিসেবে দুদকের চলমান অনুসন্ধানের স্বার্থে অন্যান্য সকলের সাথে আমারও দুদকে চাহিতব্য তথ্যাদি জমা দেওয়া হয়েছে। বর্তমান সময়ে জাতীয় পরিচয়পত্র ও টিআইএন ছাড়া কোন সম্পদের মালিকানা বা ব্যাংক হিসাব পরিচালনা সম্ভব নয়। আমাকে জড়িয়ে যে সকল তথ্য উপস্থাপন করা হয়েছে তার কোন সত্যতা ও ভিত্তি নেই।’

প্রতিবেদকের বক্তব্য
প্রকাশিত প্রতিবেদনে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই। দুদক সূত্র থেকে পাওয়া অভিযোগই মূলত প্রতিবেদনে উপস্থাপন করা হয়েছে। সংবাদপত্রের প্রচলিত নীতিমালা মেনে প্রতিবেদনেই জোবেদা আক্তারের বক্তব্য হুবহু প্রকাশও করা হয়েছে। কাউকে উদ্দেশ্যমূলক হেয় করা চট্টগ্রাম প্রতিদিনের লক্ষ্য নয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!