পেকুয়ায় ঘাটের রাজা ‌‘এখলাছ’ গ্রেপ্তার

কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে এখলাছুর রহমান (৪৩) নামের ৬ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এখলাছ উপজেলার মগনামা ইউনিয়নের নুইন্নারপাড়া গ্রামের শফিউল আলমের ছেলে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় মগনামা জেটিঘাট স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম। তিনি বলেন, ‘গোপন সংবাদে ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মগনামা জেটিঘাট এলাকা থেকে এখলাছুর রহমানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে কয়টি মামলা আছে চেক করা হচ্ছে।’

এএসআই তৈয়ব জানান, এখলাছের বিরুদ্ধে আপাতত দুটি মামলা পাওয়া গেছে। ওয়ারেন্ট আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানায়, এখলাছ ধুর্ত প্রকৃতির লোক। তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ রয়েছে। হত্যা, জালিয়াতি, সাবেক চেয়ারম্যান ইউনুস চৌধুরীকে হত্যার চেষ্টাসহ ৬/৭টি মামলা রয়েছে। তিনি একাধিকবার জেলও খাটেন। সবাই এখলাছকে ঘাটের রাজা হিসেবে চিনে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!