পেকুয়ায় আগুনে পুড়ল বসতবাড়ি, ক্ষতি ১৫ লাখ

কক্সবাজারের পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ২ টা ৩০ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা নন্দীরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকা ও মূল্যবান সব মালামাল পুড়ে গেছে।

জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দমকল বাহিনীর কর্মীরা পৌঁছার আগেই বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আবু, ছরওয়ার, মাস্টার সাহাব উদ্দিন, করিমদাদ, কালু মাঝি জানান, ‌‘আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় নি। ফায়ার সার্ভিস এসেছিল। কিন্তু তারা আসার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ ভরি স্বর্ণ, নগদ টাকা, ধান ও মূল্যবান মালামাল পুড়ে গেছে। পরিবারটি নিঃস্ব হয়ে গেছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!