পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু চন্দনাইশে

চট্টগ্রামের চন্দনাইশে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড হারলা গ্রামে বসু মাঝির বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া শিশু দু’জন বান্ধবী। তাদের মধ্যে একজন জান্নাতুল মাওয়া মিম্পা (৯)। সে হারলা গ্রামে মো. বেলাল উদ্দিনের মেয়ে। অপর শিশুর নাম নুসরাত জাহান ফারিয়া মিম্পা (৮)। সে একই গ্রামের জাকির হোসেনের মেয়ে। দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতদের মধ্যে জান্নাতুল মাওয়া হারলা সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী এবং নুসরাত জাহান পশ্চিম হারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

মৃত শিশুদের স্বজনরা জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টার দিকে শিশু জান্নাতুল মাওয়া মিম্পা ও নুসরাত জাহান বাড়ির পাশে পুকুরে পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।

পরে ফিরতে দেরি হওয়ায় তাদের খোঁজ করলে একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে শিশু দু’জনের মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন স্বজনরা। এ সময় তারা চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেকানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার প্রিয়াঙ্কা চৌধুরী জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়।

চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয় কেউ এখনও অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!